অন্ধকার শূন্য খুঁড়ে

অন্ধকার শূন্য খুঁড়ে হাড়গিলা উড়ে যায়
বাদলের সন্ধ্যার বাতাসে
কোনও দূর পরিত্যক্ত প্যাগোডা’র চূড়া
তাহার ডানার কাছে অবনত চোখে নেমে আসে
সেখানে মানুষ নাই আজ কেউ আর
চারি-পাশে অরণ্যের প্লুত অন্ধকার
তথাগত তবু অই হাড়গিলাদম্পতির পালকের ঘ্রাণ ভালোবাসে

সারা-রাত ঢের দূরে কামান-অসুর
গর্জিতেছে যেন তারা নবতর মার
এক টিপ নস্যি নিয়ে চাঁদ ডুবে যায়
গ্যাস রক্ত; স্ট্রেচারের লৌকিকতার
আড়ালে সে বহু দিন মীমাংসার লেজ খুঁজে ডুব দিয়ে রয়।
পাথরের তথাগত বোধ করে খানিকটা বিবর্ণ বিস্ময়
নির্জন খড়ের স্তূপে এই দু’টো পাখি তবে কোন দেবতার!