অন্ধকার সীমানায়

ভাঁড়ার-ঘরের অন্ধকার সীমানায় অনেক দিন থেকে উপুড় হয়ে রয়েছে
অনেকে;
একটা ভাঙা বারকোশ’ও-
জীবনের ব্যবহার শেষ হয়ে গেছে তাদের
‘আমরা যারা জীবন ব্যবহার করছি
এদের দিকে তাকাতে ভয় পাই’, নারী বললে
‘ভয় পাই?
মৃত্যু কি সাহস- সাধ- আবিষ্কার নয়?’, পুরুষ শুধাল
তবুও তাদের দু’ জনার মনে:
‘অনেক দিন ধ’রে অন্ধকারের ভিতর স্থগিত হয়ে থাকবার জীর্ণ আঘ্রাণ ভেসে উঠছে
জীবন এক দিন জীর্ণ আঘ্রাণ হয়ে যাবে আমাদের
অন্ধকার থেকে আরও দূর অক্ষম অন্ধকারের স্তরের ভিতর’