অন্ধকারে ট্রেন যেন

অন্ধকারে ট্রেন যেন জ্যোতিষ্কের ধ্বনি
সীমাহীন সরীসৃপ- শূন্যের আঁধারে
হয়তো-বা কেউ যাবে আম্বালায়
কেউ যাবে দূর পেশাবারে

রাত্রি গাঢ়- রাত্রি শীত-
এ-গাড়িতে উদূখল-ঠাসা যেন লোক
সব ঘুমে- এক জন জেগে শুধু
এই বার ঘুম তার হোক

ঘুমায় না, ঝিমায় না- কী যেন ভাবিছে প্রাণ
নক্ষত্রেরা অন্ধকার শূন্য সাঁতরাতে
যেই কথা ভেবে রোজ ফেলে দেয়
গুঁড়ো হয়ে যায় এই স্টিলের চাকাতে।