অন্ধকারে খ্যেঁকশিয়ালিরা

অন্ধকারে খ্যেঁকশিয়ালিরা এসে খেয়েছে হৃদয়,
হৃদয়,- কোথায় তুমি ছিলে!
যেইখানে বিড়ালের চোখে লাল আগুনের রং লেগে রয়
সব বুড়ো বিড়ালেরা মিলে
অন্ধকার করে,
সেই এক ছায়ার ভিতরে
গিয়েছিল আমার হৃদয়!

আমার হৃদয়,
গল্প তুমি বলিবে না আর
পরী আর পরীর পাখার?
শবের ভিতর থেকে বাতাসের শব্দ শেষ হয়,-
ঝ’রে গেছে আমার হৃদয়!

তথ্যকেন্দ্র । শারদ-সাহিত্য ১৪০৭