অনেক বছরের ধূসরতার ভিতর

অনেক বছরের ধূসরতার ভিতর দিয়ে তোমার মুখের ছবি ভেসে ওঠে আবার
তোমার মুখ যেন আমাকে নিয়ে জীবনের অনেক সহজ সৌন্দর্যের ওপর হাত রাখে আবার
মনে হয় এক প্রান্তরের দেশে চ’লে গেছি আমরা
পশ্চিমের লাল সূর্য যেখানে চাষার মতো তার শেষ বোঝা রাখে
যত দূর চোখ যায় সোনালি খড়ের কান্তার
উঁচু-উঁচু গাছের ডালপালা ঘিরে আকাঙ্ক্ষার করুণ ঝটপটানি
কাক-পাখিদের ডানার থেকে ঝ’রে পড়ছে
তাদের নীল মসৃণ ডানা মেঘের কমলা আলোর ভিতর চির-দিন বেঁচে থাকে সেইখানে
গাছের হলুদ-রক্তিম পাতা খ’সে-খ’সে লাল সূর্যের দিকে উড়ে যায়।

রচনাকাল: এপ্রিল ১৯৩৬ মানসী (এলাহাবাদ)। মার্চ ১৯৬১