অনেক গভীর কালো

অনেক গভীর কালো ছেঁড়া-ছেঁড়া মেঘ দিয়ে ভরা
মনে নাই কোনও এক নিস্তব্ধ পৃথিবী?
এক কোণে আধখানা বেণিঘন চাঁদ এক
আপনার প্রেম আর বেদনার মানে
কালো-কালো থামের প্রাসাদে এই নির্জনে- জানে
মেহগিনি-কালো বনে দারুগণ প্রেমের শিয়রে যেন দিতেছে প্রহরা

বর্ষণ হয় না ক’- আকাশ চলিয়া গেছে সময়ের প্রীতি ছেড়ে আর-এক গভীরে
কালো-কালো মেঘ যেন: প্রেম যেই বিষন্নতা আনে
রূপের দুয়ারে এসে চির-দিন
কৃষ্ণ চাদরে ঢাকা রূপসির মৃত মুখ যেন
তবুও বিমর্ষ তুমি কেন
মেহগিনি-কালো বনে নগ্ন মুখ চির-দিন প্রেমের শিয়র আছে ঘিরে।