অনেক মক্ষিকা যেন

অনেক মক্ষিকা যেন ঝরিতেছে- সূর্যের জাফরানে দূর শেষ জলের ভিতর
আবার উড়িতে আছে- এলোমেলো মৃদু শব্দে- কমলা রঙের মতো স্বর
পৃথিবীর দেহে এসে লাগে না ক’;- কোথায় রয়েছে যেন সমুদ্রের অই পারে- দূরে
গভীর হিজলবন- সেইখানে সোনা কেউ চায় না ক’ বেদনার মতো হাড় ফুঁড়ে

মহান হলুদ চাঁদ- ফাল্গুনের দ্বাদশীর চাঁদের মতন
পাখিদের হৃদয়ের নীরব প্রেমের সাধ করে সম্পূরণ
‘সেই এক পাখি এসে গন্ধকের মতো ঘ্রাণে- দ্যোতনায়- কুকুরের মতো কলরবে
পৃথিবীর সরীসৃপ-স্বাদে এই- তোমার এ-হৃদয়ের মতো জেগে র’বে।’