অনেক পোলিটিকাল মিটিংয়ের পরে

চেয়ে দেখি চারি-দিকে ডায়াসের ‘পরে
যাদের বসার প্রয়োজন তারা বসে
সজীব কফির প্রয়োজন যাহাদের
চা ছাড়া ছড়ায় খসখসে

মাইক্রোফোনে ঝড়ের জলের মতো কথা ব’লে যায়
তবুও তা হয়ে যায় ততোধিক তিতো
আমি তার প্রথম প্রতিভা ভালোবাসি
তার পর অমায়িকতায় অবহিত

হয়ে থেকে টের পাই- বহু দিন থেকে মৃত আমি
বরাবর নিম্ন নরকের দিকে ঝোঁক
শেয়াল বানর শনি শকুনকে চিনে নিই আমি
শকুনপনায় আজও, হে চেতনালোক।