অনেক সাধনা ক’রে যে মানুষ ধনী
হ’য়ে একদিন (একরাত) অবসর
পেয়ে তার শাদা চুলে বুলোন চিরুনি
পুরোনো আকাশ নিয়ে জমেছে রগড়
হয়তো-বা মনে হ’ল জানলায় ব’সে
শণের মতন চুলে তবুও পুরোনো এক নারী
যখন ও ছাদ থেকে দেখা দিল পুরোপুরি সাড়ে তিন হাতে
দু’জনার হাসিমুখ হ’য়ে গেল হাঁড়ি।