অনেক শতাব্দী ঝ’রে চ’লে গেছে

অনেক শতাব্দী ঝ’রে চ’লে গেছে,- তবু সেই পৃথিবীর পুরানো সে-পথ
র’য়ে গেছে;- মাথার উপর আজও র’য়ে গেছে বিস্তৃত আকাশ!
যদিও অনেক তৃণ ঝ’রে গেছে,- তবুও মাটির থেকে যে-সবুজ ঘাস
ফ’লে ওঠে তার গন্ধে স্থির হয়ে জেগে আছে আজও সেই পুরানো জগৎ!
খুঁজেছি নতুন আলো আমরা আরেক বার,- মনীষার নব-নব মত
খুঁজে দেখিয়াছি সব;- তবু যেন মনে হয় যেই শস্য হয়ে গেছে চাষ
তারপর ঝ’রে গেছে- খেতে-মাঠে হইতেছে যেন তার আবার বিকাশ!
তাহার অঙ্কুর ল’য়ে কাজ করিতেছে এই পৃথিবীর সমুদ্র পর্বত-।

সময়ের হাতে তুমি হাত ধ’রে জেগে আছ পৃথিবীর ওগো পুরাতন,
ভবিষ্যৎ বর্তমান স্খ’লে গিয়ে ভ’রে ফেলিতেছে সেই অতীতের স্থল;
যদিও মশাল ল’য়ে আঁধারের আবিষ্কারে চলিতেছে মানুষের মন,
যদিও নতুন দিনে জন্মিয়াছি,- কাঁধে ক’রে আনিয়াছি নতুন লাঙল,
অব্যর্থ অতীত তবু হৃদয়ের পিণ্ডে আজও তুলিতেছে সেই শিহরণ,-
তার ক্রীতদাস হয়ে তবু আমাদের অন্তরের রক্ত আজও হয়ে যায় জল!