অন্তরে চাই না তাপ

অন্তরে চাই না তাপ,- হৃদয়ে তারার মতো স্থির আলো চাই;
শান্তির বীজের মতো ছড়ায়ে থাকিতে চাই পৃথিবীর ‘পরে!
সকল সাম্রাজ্য রাজ্য সিংহাসন আমাদের মন ক্লান্ত করে,
আকাশের নক্ষত্রের তলে এসে তারপর আমরা দাঁড়াই!
দুই চোখ মেলে জেগে যেই তৃপ্তি পৃথিবীতে কেহ পায় নাই,
যেই শান্তি যে-সান্ত্বনা র’য়ে গেছে মরণের ঘুমের ভিতরে,
তাহার আস্বাদ পেতে চ’লে আসি শান্ত এক আকাশের তরে!-
ধীর নক্ষত্রের তলে জেগে-জেগে আকাঙ্ক্ষা মিটাই;

এই ভালো- নক্ষত্রের স্থির আলো- পথিকের চোখের ধীরতা;
পৃথিবীর কোলাহলে জাগিবার যতটুকু রয়েছে সময়-
তাপ নয়,- জ্বালা নয়,- তারার মতন আলো আর নিশ্চয়তা
আকাশের বুক থেকে চেয়ে নিয়ে আমাদের স্থির হ’তে হয়!
অসহিষ্ণু পৃথিবী কি কোনও দিন শুনিতেছে জীবনের কথা?
উচ্ছৃঙ্খল পৃথিবী কি কোনও দিন ভুলে যায় মরণের ভয়!