অনুভব

নিঃশব্দ পাথরে আছে প্রাণ
রয়েছে প্রবাদ
আমি স্পর্শ করিতেই
হল তার উড়িবার সাধ

তবে সে ধূসর প্রজাপতি
এত ক্ষণ রয়েছিল পাথরের কোলে
ঘাসের তরঙ্গ বেয়ে হয়তো পাথরই ধীরে
মাঠের ও-পারে গেল চ’লে

এমন ঘুমের মতো তারা
এমন অনন্য জগতের
পাথর কী প্রজাপতি
মরণেও পাব না ক’ টের।