ওরা যারা শুয়ে আছে

ওরা যারা শুয়ে আছে অন্ধকারে- হয়তো জীবিত
অথবা আমরা যাকে ব’লে থাকি মৃত
ওরা তা-ই;- দু’ চোখ ঘুরায়ে তবু অন্য দিকে গিয়ে
আজও আমি হতে পারি প্রীত

ঢের দূর মানুষের ডান কান- বাম কান থেকে
এ যেন এক সসাগরা পৃথিবীর পথ
এত বড়ো ব্যবধান যত দিন টিকে থাকে তবু
মানুষ বানাতে চায় প্রেমের জগৎ

তবুও সূর্যের নিচে সব-চেয়ে বিখ্যাত আমোদ
প্রতিটি লোকের এই অব্যয় সীমার পথ আধ-ফুটে ফেঁড়ে
ফেলে দাও। গরম রক্তে শুয়ে দু’-এক মিনিট
হিম হয়ে যায় যাতে গাধার মতন কান নেড়ে।