পারদের মতন উজ্জ্বল

পারদের মতন উজ্জ্বল তটিনী সব
বড়ো রৌদ্র- ঘাসের ভিতরে বিন-ফুল
কেবল যেতেছে ব’লে- তুমিও সঙ্গীতময় জীব
এ-পৃথিবী গানের ইসকুল
সমুৎসুক জীবনের স্কুল।

এই পুরস্কার তবে নিলে ভালো হত
অচিরেই তাহাদের সকলের থেকে
অধিক সম্ভ্রম তবু পাওয়া গেল সর্বদাই
মানুষের মুখ দিয়ে মুখোশকে ঢেকে

যারা সব মুছে যায় অন্ধকারে-
তাহাদের পরাঙ্মুখ স্তব্ধতায়। সেইখানে অবিকল শান্তি আছে ভেবে
অগণন নর-নারী দিনরাত ক্ষুদ্র-ক্ষুদ্র পিরামিড গড়ে;
না হলে এ-জীবনের ডিণ্ডিম পূর্বগামী মৃতদেরও ক্লান্ত ক’রে দেবে
জনরবে পূর্বগামী মৃতেরাও কান খাড়া করে।