পীত প্রাণীদের গান

ও হে দীর্ঘ শালতরু,- যেন তুমি নক্ষত্রের দিকে
চ’লে গেছ?- কেমন লাগিছে এই শীতের রজনী
তোমার গরম বুকে ধূসর রোমের এক প্রেমিক পাখিকে
কী যে এক নীরবতা দিলে তুমি- চির-দিন গতি-নিবারণী

যেন তাহা;- যেন তাহা চির-দিন নিশীথের ঘুম
মোম জ্বেলে নক্ষত্রেরা ব্যথা আর অশ্রুর কুসুম

কেন জ্বালে?- হয় নি কি বিন্দু-বিন্দু ঢের রক্তপাত?
ঢের ধ্বনি শোনা গেল- দেখা গেল অনেক মনীষা।
বহু ক্ষণ- চির-দিন- স্থির ঠোঁট- দু’টো শীর্ণ হাত
স্থবির পাখির মতো যদি শাল-সৌষ্ঠবের নিশা

পেয়ে যেত;- হায় ক্লান্ত নক্ষত্রেরা, হায় রক্ত, তোমাদের ছেড়ে
নেভে না ক’ মোম- নিদ্রা জড়ায় না পীত হৃদয়েরে।