পিতৃলোকদের উক্তি

আমাদের সন্ততিরা যদি
পৃথিবীকে ক্রীড়া ব’লে ভাবে শুধু
অথবা ভূস্তর থেকে কঙ্কালের মতো কালো বীজ
খুঁড়ে ফেলে সূর্যের কটিদেশে পরায় তাবিজ
তা হলে উদ্ভূত হোক চায়ের সময়ের পিরিচের থেকে তাহাদের আধাে-সিদ্ধাকার
পাখির ডিমের গর্ভে ভ্রাম্যমাণ সনৎকুমার

কোনও এক প্রস্তাবনা গ্রথিত করিতে আছে সৃজনের বিভক্ত বাতাস
সহসা ভোরের বেলা তারা-ই দিয়েছে রৌদ্র, গৈবি তরবার, তর্ক, টুপি, রাজহাঁস
কিংবা ব্যাসকূটকীর্ণ গণেশের পাণ্ডুলিপি
তার পর প্রীত সব সন্তানকে দেখা যায় হয়েছে বাতাপি
উপ্ত চৈতন্যের দেশে কোনও এক মহনীয় উদরের গ্রাস
সেই প্রসিদ্ধির উদান অপান শুধু নির্গত করিছে বারো-মাস।