পড়িবে না তোমার এ-লেখা

পড়িবে না, তোমার এ-লেখা এসে মানুষেরা কোনও দিন!
হাতের এ-লেখা নয়,- নয় বাইজেনটিন্!
-সেই সব পরিপাটি কামারের সাদা আগুনের জ্বালা সবিস্ময়ে
ফলিয়া ওঠে নি আর সুন্দর সোনার মতো হ’য়ে!
খনির ভিতর থেকে মনি ল’য়ে কোনও কারিগর
বানায় না এ-জিনিস পৃথিবীর ‘পর;
এ-কবিতা হয় নাই পৃথিবীর ধাতুর মতন,-
কিন্তু এ-মাংসের গিট ছিঁড়ে মন
এখানের হাত ছেড়ে দিয়ে
সকালের মেঘ থেকে বিকালের,- বিকালের মেঘ থেকে সকালের নীল মেঘে গিয়ে
কি জিনিস হ’য়ে
বানায়েছে শরীর তাহার!
-পৃথিবী তা বুঝিবে না,- পৃথিবী তা বুঝিবে না আর!

তথ্যকেন্দ্র। শারদ-সাহিত্য ১৪০৭