পশ্চিমের মেঘ

পশ্চিমের মেঘ যেন আমলকী রঙের মতন
সোনার মতন নয়- তার পর সূর্য নিভে যায়
সমস্ত পৃথিবী যেন কালো প্রান্তরের মতো
শৈশবের মতো যেন জননীর শরীরের আঁধারে হারায়
আমারও মানব-মন স্থির হয়ে এই শান্তি চায়
উঁচু-উঁচু গাছ আর নিস্তব্ধতা ছায়ার ভিতরে
আঁধার দুধের স্বাদ।