পথের কিনারে দেখলাম

পথের কিনারে দেখলাম একটা বেড়াল প’ড়ে আছে
আস্তে-আস্তে ছটফট ক’রে ম’রে যাচ্ছে
কেন এই মুত্যু?- বরং অল্প-বয়সের এই প্রাণিটির?-
একে ঘিরে কোনও জনতা নেই
খানিকটা কলরবও নেই এর মৃত্যুকে আরও- আরও ভালোবাসে তরিবৎ দেবার জন্য

বেড়ালটা তার শরীরের সমস্ত সাদা কালো রঙ দিয়ে
মুহূর্তের জন্য আমার মনের ভেতর চিন্তা হয়ে এল
তার নির্জন অদ্ভুত শরীরের সমস্ত সাদা কালো রঙ নিয়ে আমার কবিতার ভেতর এল;
বললে- ‘এর চেয়ে অসাধারণ দাবি কোনও দিনও করব না আমি আর।’