প্রান্তরের পথে

প্রান্তরের পথে ঠুঁটো তালগাছ-
মরা নদীটির বাঁক- আর হাঁসশিকারির গুলির আঘাত
পোষা মৃত কুকুরের শব ঘিরে এক-রাশ শকুনের ভিড়
এই সব দেখি আমি- কথা ভাবি- ব্যথা পাই- চুপে আকস্মাৎ
দেখা যায়: সন্ধ্যার শালিখ তার খুঁজিতেছে নীড়
পাটনির নৌকায় এক দল চ’লে যায়- এখন বাড়িছে কি-না রাত
পাটনি চলিয়া যায়- আমি দেখা চাই প্রেতিনীর।