প্রাসাদের অন্ধকারে

প্রাসাদের অন্ধকারে দীর্ঘ দেহে কাঁদিতেছে তোমার জননী
কান্না তার শেষ হয়ে যাবে
দীর্ঘতর দেহ নিয়ে কাঁদে ভাই, কাঁদে পিতা- তাহাদের কান্নার ধ্বনি
সময়ের নদীতে জুড়াবে

আমারে সময়, রানি, দেয় নাই রাজপুরী- প্রাসাদের উদ্দীপ্ত জীবন
অনেক ধূসর বই মোম নিয়ে ব’সে থাকি একা
মনে হয়: এ-জীবনে শান্তি আছে- আছে জ্ঞান- সুদূর বীক্ষণ
কেবল তোমার সাথে কোনও দিন হবে না ক’ দেখা।