প্রেম অপ্রেমের কবিতা

রোদের ব্যাসনে ঘুমে মিশে গেছে স্নিগ্ধ অন্ধকার
পৃথিবীর পুরাতন মহীয়সী দেবীদের মতো একজন
মাথার চুলের খোঁপা কমনীয় প্রাজ্ঞ জানু দুটো
পায়ের গোড়ালি দু’টো- নদীর মতন
নিজের প্রতীতি নিয়ে ধীরে
মিশে যেন ধানসিড়ি নদীর শরীরে

দেবীর পাখির মতো এখন একটি পেঁচা- ধূসর
ধানের থেকে উঠে
চালের কুঁড়োর মতো ম্লান রঙে নদীর উপরে
পৃথিবী- চাল, নারী, অপরাহ্ন, মরণ ও প্রেম
এই সব নীরবতা নিয়ে খেলা করে
ধূসর উত্তুঙ্গ দেশ জলকলরবে
ভেসে গেছে মনে হ’লে- ঘুম মনে হবে।