প্রেমিক তার হৃদয়কে আহ্বান করছে

চিরুনি বুলায়ে নিলে চিন্তিতার মাথার উপরে
যেমন রুপালি, কালো, ঘন চুল ভাসে
তেমন এসেছে আজ পৃথিবীতে সঙ্গীত, প্রণয়
মরণের রাতের বাতাসে
সিংহের করালী ফাঁদে আকাশের পারে
নদীর চাপেলি মাছ তবুও মিথুন হয়ে আসে

হে হৃদয়, এত রাতে উঠে এসো তুমি
সময়ের জানালার আবছায়া খুলে
শহরের অন্তরীণ আলোর ভিতরে
অথবা অনবসিত প্রান্তরের ফুলে
কেননা এখন সেই চিন্তিতার মৃত দানবীর মতো কালো চুল
মিশে আছে নির্ঝরের মতো সাদা অবারিত চুলে।