প্রেসিডেন্সি কলেজ

প্রেসিডেন্সি কলেজ আমাকে ডাকল
সন্ধ্যার অন্ধকারে
তার উঁচু-উঁচু গাছের ইশারা নিয়ে
কয়েকটা চিল চাকির মতো গাছগুলোর মাথায় ঘুরছে
নেমে পড়ছে তারা
অনেক পাখি ডালপালার ভিজে নরম হৃদয়ে স্থান পেল!
কলেজ আমাকে তেম্নি ক’রে বুকে নিতে চায় যেন
তার শরীরের ঘ্রাণ অন্ধকারকে ভ’রে রেখেছে
এই অন্ধকারে একটু স্থির হয়ে থাকি
তার সন্তানেরা তার থেকে ঢের দূরে
ঢের-ঢের দূরে
আমিও তার এক সন্তান: ঢের পুরোনো… ঢের প্রতারিত
এক দিন সে আমাকে ছেড়ে দিয়েছে- সে কত বছর আগে?
তার পর অনেক দেবতার পেছনে আমি ঘুরেছি- অনেক পথে- অনেক বিশ্বাসে

আজ আমি ব্যস্ত নই
চমৎকার ক্লান্তি ও সরলতা নেই আর
অস্থির জীবনের আহ্বানের থেকে নিজেকে ছাড়িয়ে এনেছি আমি
অন্ধকারের ভিতর নিঃশব্দ এই ধূসর দেয়ালগুলোর মতো
আমারও জীবন বিমর্ষ- একাকী- স্থগিত-
আমারও জীবন অসম্বৃত- অগোচর- শীতাক্ত
এই ধূসর দেয়ালগুলোর মতো
এই নিঃশব্দ দেয়ালগুলোর মতো
আমার এই কলেজের
এই কলেজ: তার শরীরের ঘ্রাণ অন্ধকারকে ভ’রে রেখেছে
(এই অন্ধকারে একটু স্থির হয়ে থাকি)