পৃথিবীর ইতিহাস

পৃথিবীর ইতিহাস দেখতে চাই না আমি পাণ্ডুলিপি খুলে-
চড়াইয়ের ডিম ভেঙে কখন প’ড়ে আছে ঘাসের উপরে,
কেউ নাই, অথবা ঘাসের বুক ছেয়ে আছে যেই নীল ফুলে,
নাই কেউ,- এই সব মৌন গল্প হৃদয়ের তরে

পৃথিবীর এক দিনে রয়েছে ছড়ায়ে সব সীমাহীন কালের ফসল
সন্ধ্যার কাকের ধ্বনি, রাঙা নীল অরণ্যেরা- মৃত্তিকার- মৃত্তিকার পথ
তার পর অন্ধকার- বাদুড়ের ডানা ভ’রে শিশিরের জল
বিস্মৃত নারীর মুখ: এই সব রচিতেছে ইতিহাস, অনাদি জগৎ-

অসীম আকাশ খুঁজে কে করেছে সকল নক্ষত্র আবিষ্কার?-
যার হৃদয় এই পৃথিবীর ধূসর নিঃশ্বাসে
গল্প প্রেম স্বপ্ন পায়- ভালো লাগে যার চোখে কার্তিকের সোনার ভাঁড়ার
যার প্রাণে সব পাখি সব নদী ঘরে চ’লে আসে।