পৃথিবীরে ফাঁকি দিয়ে

পৃথিবীরে ফাঁকি দিয়ে যদি আমি চ’লে যাই প্রেমের ভিতরে-
তোমার নিকটে আসি যদি আমি- ভাবিয়াছি কত দিন বন্দরে গিয়ে
এই কথা- তার পর বিস্মৃতি-নদীর ঢেউ সংগ্রহের তরে

এইখানে আসিয়াছি,- কত লুপ্ত পৃথিবীর জানালার নিস্তব্ধ ধূসর
কাহিনি তোমার মুখে,- কত যুগ আগে এই পৃথিবীর ‘পরে
তোমার খোঁপার জন্ম হয়েছিল- ঘরমুখো পাখির ডানার মতো স্বর

পেয়েছিলে; তার পর ঝরিয়া গিয়েছে কত সিন্ধু ধান মাঠ এই পৃথিবীর পথে,
নক্ষত্রেরা খ’সে গেছে,- মানুষের হৃদয়ের থেকে
হারায়ে গিয়েছে কত নক্ষত্রের মতো দেশ এই ক্লান্ত বিমর্ষ জগতে-

ব’লে ধীরে চোখ তুলে দেখিলাম ধানসিড়ি নদীটির ঢেউ
একা-একা বহিতেছে- গোধূলির আরশিতে নিজের বিষন্ন মুখ দেখে;
শেষ কাক-দম্পতিরা বলিতেছে: কেউ নাই, আর নাই কেউ।