প্রবীণ পুরোনো কথা

শত-শত মেষশাবকের আঁখিতারকাও পেল যেন ভয়
সূর্যাস্তের লিপ্ত আভা প্রান্তরের অন্ধকার অন্তহীন উদ্দেশে ফিরায়ে মুখ;
জ্যোৎস্নার খেত থেকে হাওয়া এসে শিহরিয়া দিল যেন তাদের চিবুক
পৃথিবীর পুরোনো প্রবীণ কথা ভুলে গেছে ব’লে
নক্ষত্রের শ্বেতাভ যবের খেত থেকে হাওয়া ধীরে-ধীরে ঢেকে দেবে তাহাদের
নির্ধারিত লক্ষ্য থেকে উপলক্ষ্যে যাবে তারা চ’লে
মেষশাবকের মতো হয়ে রবে, হে হৃদয়, তোমার ধমনী
পৃথিবীর প্রবীণ পুরোনো কথা নির্বাপিত- নির্বাপিত হলে।