প্রজাপতি

দরজায় কে দিল আঘাত:
তাই কি ভেঙেছে ঘুম?- কোথাও তো কেউ নেই
নেমে গিয়ে উঠানের সমস্ত পউষ-রাত
এলাম অনেক ক্ষণ ঘুরে;
কেউ নেই,-
একটি রাতের প্রজাপতি শুধু পাক খেয়ে দরজায় পড়ছিল ঘুরে;
তবু সে পতঙ্গ নয়- সে যেন এসেছে ফিরে এক দিন যে চ’লে গেছিল ঢের দূরে;
ভাবতে-না-ভাবতেই প্রান্তরের অন্ধকারে আবার কোথায় পোকা চ’লে গেল উড়ে।