পুরাণ-কথার অন্ধকারে

এক দিন- তার পর প্রেমিকেরা স’রে যায় পুরাণ-কথার অন্ধকারে
তাহাদের কীর্তি সব তত্ত্ব হয়ে টিকে থাকে আমাদের মনে
যেমন বৃক্ষেরা সব হেমন্তের মৃত্তিকার রস-আস্বাদনে
রাতের প্রতিটি যামে মনে করে: হয়তো এক্ষুনি পেতে পারে
আবার মৌসুমী মেঘ- খড়ের ভিতরে ডিম পাখিদের নীড়ে
ঝিরঝির শব্দ ক’রে খেলা করে যখন শিশিরে।