পুরঞ্জয় সেন

কিছু দিন আগে সেই পুরঞ্জয় সেন ম’রে গেছে
সারা-দিন ভবঘুরে নাবিকের মতো
সমস্ত শহর ঘুরে- নিরপেক্ষতায়
তার পর ফ্ল্যাটে ফিরে- পাঁচ ফুট জমিনে ফলত
একটি মৃত্যুকে পেত- পরিষ্কার চোখে
আমরা বিশদ হয়ে মরণের দিকে
অগ্রসর হয়ে চলি পৃথিবীতে রোজ
তথাগত কনফুচ- টিশিয়ান- মার্কস- ফ্রয়েডের
অভিজ্ঞতায় জেগে নচিকেতা নরক জননীর নীড়ে
আত্মা কিছু লাভ করে- মানুষের চেতনার দীপ্তি প্রিয়তর
হয়ে উঠে আজকের অন্তহীন শববাহকের মনে প্রাণে
হৃদয়বিহীন ভাবে সময়তা সৃষ্টি ক’রে যায়
সমাজের ব্যক্তিউত্তেজের চেয়ে বড়ো।
দুই দিকে চাপা এই কমলালেবুর চেয়ে বড়ো
আমাদের শতাব্দীর সব অমরতা তবু কবে হবে
পুরঞ্জয় আর তার মরণের চেয়ে শুভ্রতর?


[আবু হাসান শাহরিয়ার তার সম্পাদিত ‘জীবনানন্দ দাশের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র (২০০৮)’ গ্রন্থে এই কবিতার শিরোনাম দিয়েছেন ‘কিছুদিন আগে ইয়াসিন আলি মরে গেছে’ যদিও পাণ্ডুলিপিতে এর শিরোনাম ছিলো ‘পুরঞ্জয় সেন’। তাই ‘পুরঞ্জয় সেন’ শিরোনাম হিসেবে রাখা হলো। পাণ্ডুলিপিতে কবি পুরঞ্জয় সেন এর বিকল্প নাম হিসেবে ইয়াসিন আলি লিখে রেখেছিলেন।]