রবীন্দ্রনাথ

‘মানুষের মনে দীপ্তি আছে
তাই রোজ নক্ষত্র ও সূর্য মধুর-‘
এ-রকম কথা যেন শোনা যেত কোনও এক দিন,
আজ সেই বক্তা ঢের দূর

চ’লে গেছে মনে হয় তবু;
আমাদের আজকের ইতিহাস হিমে
নিমজ্জিত হয়ে আছে ব’লে
ওরা ভাবে লীন হয়ে গিয়েছে অন্তিমে

সৃষ্টির প্রথম নাদ- শিব ও সৌন্দর্যের;
তবুও মূল্য ফিরে আসে
নতুন সময়তীরে সার্বভৌম সত্যের মতন
মানুষের চেতনায় আশার প্রয়াসে।