রবীন্দ্রনাথ

পৃথিবীর কোলাহল সব ফুরিয়ে গেছে
সেই শেষ ঘুম এসেছে নক্ষত্রের ভিড়ে
এখুনি তাদের আলো নিভে যাবে
পড়ে থাকবে অন্ধকার নিস্তব্ধ চরাচর
পড়ে থাকতে ভালোবাসবে চিরকাল

সেই হিম অন্ধকারের শান্তির ভিতর
বিধাতার হাতের কাজ ফুরিয়ে যাবে
সেই শেষ ঘুম এসেছে নক্ষত্রের ভিড়ে
সেই শেষ ঘুম।