রাজহংসী

অই দিকে উঠানের কড়ির মতন সাদা মাঠের উপর দিয়ে ধীরে
কয়েকটি রাজহংসী নদীর ভেতরে গেল- সোনা’র গ্লোবের মতো সূর্যের শরীরে
প্রবেশ করিতে আছে- কেঁপে উঠে উত্তোলিত পাখনার মেঘে
কমনীয় ঠোঁটের প্রতিভা দিয়ে পশ্চিমের আকাশকে ঠেলে
তারা সূর্যে মিশে গেছে- হাঁসের গায়ের ঘ্রাণ সেতুর মতন পিছে ফেলে।