রাত্রি ঝরে
বৃষ্টির মতন
বৃষ্টি ঝরে
সব কোলাহল শান্ত করে
সময়ের অন্তঃস্থল থেকে
সুন্দর শব্দের মতো এসে
একদিন বিধাতার মনে
পৃথিবীর ভূমিকায় শুয়ে থেকে আমি
আর একদিন
পৃথিবীর হননের শেষ
শুয়ে আছি রাত্রির ভিতরে।
রাত্রি ঝরে
বৃষ্টির মতন
বৃষ্টি ঝরে
সব কোলাহল শান্ত করে
সময়ের অন্তঃস্থল থেকে
সুন্দর শব্দের মতো এসে
একদিন বিধাতার মনে
পৃথিবীর ভূমিকায় শুয়ে থেকে আমি
আর একদিন
পৃথিবীর হননের শেষ
শুয়ে আছি রাত্রির ভিতরে।