রাত্রি শেষ হয়ে যায়

রাত্রি শেষ হয়ে যায়- ভোর আসে- নদীদের মন
মানবের মতো আত্মা পায়
মৃত নদী ফিরে আসে- উৎসুক রৌদ্রের দেশে
বালি ফেনা মাছের শয্যায়
আমার হৃদয় কী যে চায়!

দিকে-দিকে উঁচু-উঁচু গাছ রৌদ্রে উড়-উড়ু
আধো-ঘুমে আকাশের মেঘে মিশে যায়
মৃত নদী ফিরে আসে- উৎসুক রৌদ্রের দেশে
বালি ফেনা মাছের শয্যায়
আমার হৃদয় কী যে চায়!

সারা-দিন খসা দেয়ালের পাশে- পোড়ো বাগানের ঘ্রাণে
ছাগলের প্রাণে যেন সূর্য গান গায়
মৃত নদী ফিরে আসে- উৎসুক রৌদ্রের দেশে
বালি ফেনা মাছের শয্যায়
আমার হৃদয় কী যে চায়!