রাত্রির আকাশ যেন

রাত্রির আকাশ যেন অন্ধকার সমুদ্রের মতো
শান্ত সীমাহীন নীল সকৌতুক করুণ সাগর
রাত্রির আকাশ অই; আশ্বাসের রুপালি মশাল
বুকে তার নিভিবে না কোনও দিন;- কত দীর্ঘ কাল
পৃথিবীর কলরব রক্ত ক্লান্তি বেদনার পর

ইহারা জেগে আছে;- যখন শিশুর শব, আহা,
প’ড়ে থাকে উঠানের ভিজে ঘাসে- যখন বিধবা
কঙ্কালের মতো হাতে অশ্রু মেখে রিক্ত নিঃসহায়
পৃথিবীর পথে ফেরে- নীড় খ’সে ডিম ভেঙে যায়
যখন হেমন্ত রাতে শালিখের- নক্ষত্রের সভা

ওই দূর নক্ষত্রেরা- আর ওই সমুদ্রের মতো
নীলাভ আঁধার শান্ত সমুদ্রের মতন আকাশ
সে-ডিম কুড়ায়ে রাখে- সেই নীড় গড়ে
চুপে-চুপে কোন দূর স্বপ্নের ভিতরে
সেখানে বিধবা থাকে- মৃত শিশু প্রাণের আভাস

আমারে সেখানে পাবে এক দিন- আমিও তোমারে
পৃথিবীর পথে কবে হারায়েছি- তবু আমি জানি
রুপালি তারার সিঁড়ি বেয়ে তুমি চ’লে গেছ নীল জানালায়
সকরুণ আকাশের- অশ্বত্থ শাখার মতো মন শান্তি পায়
রাত্রির তারার ভিড়ে চেয়ে-চেয়ে- শোনে সে প্রেমের কানাকানি।