রাত্রির আকাশে

রাতের সিন্ধুর থেকে নক্ষত্রগুচ্ছের জন্ম হল
উজ্জ্বল কাকলি যেন জন্ম নিল হিরা’র পালকে প্রাণ ঢেকে
বিক্ষত জন্তুরে ঘিরে চিন্তা ছিল সারা-দিন
এখন সে বার হল মননের অন্ধ গুহা থেকে

সমুদ্রেরে বলিল সে, বলিল সে নক্ষত্রেরে ডেকে:
এক দিন মৃত্যু এসে আমারে খুঁজিয়া পাবে ঘাসে
তার পর- অগ্নিবর্ণ পায় নি যা- পায় নি কপিল নাগার্জুন
সেই সোনা পাব আমি সমুদ্রের- রাত্রির আকাশে।