হৃদয়ে ঢের কথা আছে

আমার হৃদয়ে ঢের কথা আছে- জানি আমি- তবুও হ্রদের কালো জলে
কী ক’রে বধির মাছ মিনারের ম্লান প্রতিবিম্বের সাথে কথা বলে
এমন হেঁয়ালি নিয়ে মোমের আলোর কাছে ব’সে সারা-রাত
সূর্যের আলোর দিকে সারা-দিন ঘুরে যাই আমি

অতএব ঢের বই- অনেক অভিজ্ঞ বই পড়া হল রাতে
ঢের দেশ অনেক চক্রান্ত, ষড়যন্ত্র, আতিথেয়তাকে ঠান্ডা হাতে
তুলে নিয়ে ভাবি আমি তবুও হ্রদের স্থির জলে
কী ক’রে বধির মাছ মিনারের ম্লান প্রতিবিম্বের সাথে কথা বলে।