হৃদয়ের ক্লান্তি ভুলে

হৃদয়ের ক্লান্তি ভুলে, সারাদিন জীবনের খেতে কাজ ক’রে,
তারপর- ভালো লাগে পৃথিবীর অন্ধকার,- ঘুমের সময়;
বীজ বুনে শস্য কেটে- তারপর আমাদের প্রাণ ক্লান্ত হয়,
লাঙল পড়িয়া থাকে মাঠে-মাঠে,- তারার আলোয় থাকে প’ড়ে
তখন হাতের কাস্তে;- ঘুমন্ত দেখে না সেই তারার আলোরে!
যখন অনেক ঘুম পৃথিবীতে আমাদের বুকে জন্ম লয়;
পৃথিবীর ফসলের খেতে ব’সে অবসাদ জেনেছে হৃদয়
আমাদের দুই চোখ তাই ঘুমে আরও ঘুমে উঠিয়াছে ভ’রে!

পৃথিবী বিদায় ল’য়ে দূরে- দূরে- আরও দূরে- দূরে চ’লে যায়,
তাহার পায়ের শব্দ তারপর থেমে যায় নক্ষত্রেরর তলে;
তারার আলোর মতো দিনের আলোর কাছে লয়েছি বিদায়,
স্থির নক্ষত্রের মতো ঘুমায়ে রয়েছি ধীর নদীটির জলে;
ঘুমের সান্ত্বনা শান্তি পাবে ব’লে সকলেই ক্লান্ত হতে চায়,-
ব্যথা পেতে চায় গিয়ে একবার পৃথিবীর ক্লান্তি-কোলাহলে!