রোদ ম’রে যাচ্ছে

বকের পাখাকে শেষ বার উজ্জ্বল ক’রে দিয়ে
রোদ ম’রে যাচ্ছে-
ধানের শিখাকে শেষ বার সোনালি ক’রে দিয়ে
সাদা মেঘের বিরাট গ্যালারিতে হাসি ছড়িয়ে
দূর মহান প্রান্তরের দিকে চ’লে গেল সে

সেই যুবা
কোনও নারী নেই তার পিছনে, কোনও স্মৃতি নেই
আমরণ প্রশ্ন, বেদনা, বিবেক: আমাদের সহোদরা- তার নয়-
ধানখেতের করুণ অন্ধকার আমাদের প্রেম ও স্থবিরতাকে বসিয়ে রাখে;
মালাবার পাহাড়ের চূড়ায় সিন্ধুসারসের ঘুম ভাঙছে সূর্য
তার দীর্ঘ বর্শার খোঁচায়
শেষ ধূসর নক্ষত্র
আরও অন্ধকার জল আনে
অন্যায় অসংলগ্ন কুয়াশা
অকাতর বরফের সবুজ কালিমা
অধোমুখী নারীর হৃদয়ের ভিতর হারিয়ে গেল।