রোমান্স ম’রে গেছে

রোমান্স ম’রে গেছে
রোমান্সকে মারা খুব শক্ত কাজ-
কী ক’রে তা শেষ হ’ল?
রোমান্স করতে গিয়েই তা শেষ হয়েছে
আমিও যেন সেন্ট পলের মতো
দামাস্কাসের পথে চলেছিলাম
কোনও এক সাধ নিয়ে
ইশা যেমন পলকে বলেছিল
তোমাকে আমি আমার কাজের জন্য মনোনীত করেছি
রোমান্সহীন জীবন তেম্নি আমাকে বলেছে:
তোমাকে আমি আমার কাজের জন্য মনোনীত করেছি।

[সেন্ট পল (খ্রি. ৫-৬৭): টারসাসের সল নামেও খ্যাত। ঈশ্বরের বাণী প্রচার করার জন্য যিশু (ঈসা) যে বারো জন শিষ্যকে মনোনীত করেছিলেন, তাদের একজন সেন্ট পল, অ-ইহুদী। শুরুতে ছিলেন খ্রিস্টবিরোধী, কিন্তু খ্রিষ্টধর্ম নিধনের সদুদ্দেশ্য নিয়ে দামাস্কাসে যাওয়ার পথে তার দিব্যদর্শন হয়। দৈবী আলোকের ঝলকের মধ্যে দিব্যভাষণ শোনেন তিনি: ‘কেন তুমি আমাকে শাস্তি দেবে?’ তিনি খ্রিস্টধর্মে দীক্ষিত হলেন তখন। সল হয়ে গেলেন পল। আদি খ্রিস্টধর্মপ্রচারকদের মধ্যে সর্বোত্তম: নিকট-প্রাচ্যে গেলেন, গ্রীসে গেলেন, ধর্মান্তরিত করলেন অনেক স্থানীয়দের, চার্চের পর চার্চ গড়ে তুললেন। মথি-কথিত সুসমাচার প্রচার করে বেড়ালেন। দাঙ্গা বাঁধিয়ে তুলেছিলেন প্রায় জেরুজালেমে, দু’বছর জেল খাটলেন সেখানে, তারপরে রোমে আরও দু’বছর। শহীদ হলেন পিটারের সঙ্গে একসাথে, নীরো-র লোকজন যখন তাদের মৃত্যুদণ্ড দিলেন শিরশ্ছেদন করে।]