রশ্মি এসে পড়ে

রশ্মি এসে পড়ে- ভোর হয়,
বেঁজে ওঠে পাপীতাপীদের গালাগালি;
চারিদিকে মানুষের মৃত্যু হয় মাছির মতন;
মনে হয় অন্তরীক্ষে সৃষ্টির মরালী
হ’য়ে যেতে- তুমি যদি সে রকম আশ্বাসের দেশে

র’য়ে যেতে; কিন্তু তুমি আমি
আজকের চেতনার ইতিহাসবহনের পথে
রক্তাক্ত নদীর অনুগামী
নদীর ভেতরে অন্য স্বচ্ছতার যে-অনুশীলন
মাঝে-মাঝে দেখেছি তা ইতিহাসে প্রেমিকের মন।

শতভিষা। শরৎ ১৩৫৯