রৌদ্রে উত্তেজিত দিনের মুখ

রৌদ্রে উত্তেজিত দিনের মুখ চুপে-চুপে নরম বাতাসে ভ’রে গেল
কোন্ এক দূর সমুদ্রে যেন মৌমাছির গুঞ্জরন শোনা যাচ্ছে
সাদা মেঘ অসংখ্য রাজহাঁসের মতো পশ্চিম-আকাশের দিকে উড়ে গিয়ে সব
সূর্যকে নিয়ে তারা পশ্চিম-সমুদ্রের দিকে উড়ে চলেছে
সাদা বাতাসের ভিতর দিয়ে এক-এক দিন বিকেলের মৌমাছি সেই দিকে উড়ে যায়
এক দিন রক্ত-মাংস থাকবে না আর
আমিও সেই দিগন্তের নিস্তব্ধতার দিকে চ’লে যাব।