রয়েছে হলুদ পাতা

রয়েছে হলুদ পাতা মাটির উপরে স্তব্ধ হয়ে
কাজলকপোতী নদী বালিদের দীর্ঘ গর্ভে যেন ঢের জল
যদি আমি বলি তারে কোনও নদী আছে না-কী আমার হৃদয়ে
বঙ্কিম ভ্রূকুটি এই জিজ্ঞাসায় হয়ে যায় নিঃশব্দ- সরল

অনেক জলের স্পর্শ,- যেন ঢের পরিচিত লঘু অবয়ব
মৃদু হেসে নারীদের ভাষা হয়;- নির্বাণের প্রাণে গিয়ে লাগে
যেন সেই উষ্ণ স্বাদ- জলের স্ফুরণ যেন করে অনুভব
সুপক্ক নিবিড় শব্দে আবার মৃতেরা যেন জাগে।