রূপ দেয় নদী এসে

রূপ দেয় নদী এসে যেন এই অন্ধকার রজনীরে
আমি চোখ বুজে থাকি কোনও এক নদী আছে ব’লে
শিশুটির কোলাহলে মনে হয় পুচ্ছ তার রূপ হল পৃথিবীর তীরে
তার পর নক্ষত্রের দিকে যেন শিশু আর নদী গেল চ’লে।