রুপালি বৃষ্টির গান

রুপালি বৃষ্টির গান শোনা যায়
নতুন বায়ুর বীজ আসে
তবু যারা ক্ষুব্ধ উপেক্ষিত হয়ে চ’লে গেছে
ভাঙা হাঁড়ি চির-হিম উনুনের পাশে
তাহারা নবীন সব শ্রাবস্তী শৈবালী দিয়ে কী করিবে আর

আমরা চীনার মৃত্যু দেখেছি বিকেলবেলা
অনেক নিগ্রোর মৃত্যু- যখন বাতাস অন্ধকার
পরিনির্বাণের মতো সব- শান্ত, সারাৎসার

তার পর পাথরের উপরেখা থেকে তৃণ
ঘুরে গেছে নৈঃশব্দ্যের দিকে
মাঘের রাত্রির শেষে বৃষ্টি-ফোঁটা হারিয়ে ফেলেছে তার প্রাথমিক গতি

আসিছে নতুন দিন, শৈবালীর বায়ু, আহা
তবু যারা চ’লে গেছে অনেক মাটির নীচে তাদের বিরতি।