সাদা হাঁস খেলা করে

সাদা হাঁস খেলা করে সন্ধ্যার জলের কোলাহলে;
দুই গাল ভেঙে যায় তবুও তো,- বড়ো হ’লে চলে!
এখন তো সেই মেয়ে আসিবে না কাছে,
হয়তো আমার মতো বুড়ো হ’য়ে আছে!
তখন সোনালি ছিল সেই মেয়ে- যখন শিশির ছিল ঘাসে;
সন্ধ্যায় সব হাঁস সাদা হ’য়ে আসে!

আমি তবু খুঁজি নাই- খুঁজি না ক’ তারে;
চোখ ব’সে গেল তবু পাই না ক’ চেয়েছি যাহারে!
যাদের দেখেছি আমি তাহার মতন নয় তাহাদের মাংস আর মন,
তোমরা এমন সব, আমরা এমন;
তারে খুঁজে দুই-গাল ভেঙে যায়, বুড়ো হ’তে চলে;
সাদা হাঁস খেলা করে সন্ধ্যার জলের কোলাহলে!

কবিতীর্থ। আশ্বিন ১৪০৭