সামাজিক পরিবেশে

সামাজিক পরিবেশে চায়ের আসরে আড্ডা
মাঝামাঝি জমেছে যখন
গাধার রগড় শুনে অনেক দেখেছি আমি
সমবেত কুকুরের কান
খাড়া হয়- তারপর বার হ’য়ে আসে বিষদাঁত
এখানে কুকুর কেউ নেই তবু- নিজেদের
মৌতাতে নিজেদের কান
ঈষৎ সুদীর্ঘ হ’য়ে প’ড়ে যায় দেখা গেল যখন হঠাৎ
ঘুরানো সিঁড়ির পথ ভেঙে আমি ছাদের উপরে
দাঁড়ালাম একা গিয়ে নগরীর নীলিমার নীচে
কুলোর মতন কান আপনেয় ভাবে নরে
সেইখানে সৃষ্টির মহনীয় মহান হাতির
দু’চার মুহূর্ত আমি এমন বিষম মনোভাবে
দাঁড়াতেই দেখা গেল আকাশপ্রদীপ শঙ্খচিল হিসাবের গরমিল সোনালি ও নীল
এই পাখির হিসেবে।