সারা-দিন ট্রাম-বাস ফেরিআলাদের ডাক- কুষ্ঠরুগি পথের উপর
হাড়ভাঙা মহিষের গাড়িগুলো- বাজারের রুক্ষ শব্দ- বস্তির চিৎকার
আমার হৃদয়ে যেই শঙ্খমালা কিশোরীটি বাঁধিতে আসিয়াছিল ঘর
তাহারে ফিরায়ে দেয় শহরের পথ থেকে পাড়াগাঁর কান্তারের পার
কবে যে কান্তার ছেড়ে আসিয়াছি নির্বাসিত আমি রাজপুত্রের মতন
কোথায় শিমের গন্ধ? শ্যামাপাখি? কিশোর গেল কি ম’রে বুকের ভিতর
দুপুর ঘনায়ে ওঠে ভিজা মেঘে- চিল কাঁদে- কই বন? কই হিরামন?
আমার হৃদয়ে যে গো শঙ্খমালা কিশোরীটি বাঁধিতে আসিয়াছিল ঘর!