সে এক সন্তান ল’য়ে

সে এক সন্তান ল’য়ে কোথায় বহিয়া গেছ তুমি আজ, মাতা
সন্তান আমার নয়, তবু তুমি এক দিকে নিয়ে আছ তারে
আমারও তাহার কথা মনে পড়ে এক বার- তুমি জান না তা
যখনই তোমার কথা ভাবি আমি নক্ষত্রের নিয়মে আঁধারে
কোঁকড়া নরম চুল মনে পড়ে তোমার সে চুলের মতন
তাহার মায়ের মাই ঠোঁটে নিয়ে চোখে ঘুম জ’মে ওঠে তার
চিতার ছানার মতো হঠাৎ চাঁদের তরে কাঁদে তার মন
তোমার মায়ের গলা ভ’রে ওঠে আদরে সোহাগে আবার

এই সব জানি আমি; অন্ধকারে এই বসন্তের রাতে
এই সব ভাবি আমি;- যেমন ভেবেছি আমি শীতের বাতাসে
হেমন্তের সন্ধ্যায়;- অথবা যখন আমি গিয়েছি ঘুমাতে
অথবা আবার জেগে যখন এ-জীবনের সব মনে আসে।